নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাতে সময় মাত্র ১৮ অক্টোবর পর্যন্ত। এর মধ্যেই দলটি বিকল্প প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত না নিলে কমিশন নিজেই পদক্ষেপ নেবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, “নির্বাচন কমিশনের বিধিমালায় ‘শাপলা’ প্রতীকটি অন্তর্ভুক্ত নয়। তাই সরাসরি এই প্রতীক বরাদ্দের সুযোগ নেই। ১৮ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপরও তারা সিদ্ধান্ত না নিলে ১৯ অক্টোবর ইসি নিজেই প্রতীক চূড়ান্ত করবে।”
একই সময় তিনি আরও জানান, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট আয়োজনের প্রস্তাব এখনো কমিশনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়নি।
অন্যদিকে, শাপলা প্রতীক দাবি থেকে একচুলও নড়ছে না এনসিপি। দলটির নেতারা ইতোমধ্যে একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করেছেন ও লিখিত আবেদন দিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন—প্রয়োজনে শাপলা প্রতীকের দাবিতে রাজপথে নামবেন এবং প্রতীক না পেলে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তও পুনর্বিবেচনা করা হতে পারে।

