কিশোরগঞ্জ প্রতিনিধি. কিশোরগঞ্জের ভৈরবের ঐতিহাসিক ‘আইভি ভবন’ সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের বাড়ি এখন শিশুদের কলরবে মুখর। একসময় যেখানে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত হতো, আজ সেখানে চলছে ‘সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুল’।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বাসভবনটি ভাড়া নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করছেন। ভৈরবের প্রবীণ শিক্ষক অধ্যক্ষ আবদুল বাসেত এই স্কুলের মালিক, আর তার অংশীদার জিল্লুর রহমানের চাচাতো ভাই মরহুম তারা মিয়ার ছেলে নঈম আহমেদ। তাদের উদ্যোগেই পরিত্যক্ত ভবনটি এখন আবার জীবন্ত হয়ে উঠেছে।
স্থানীয়রা জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপনসহ পরিবারের কেউই ভৈরবের এই বাড়িতে আসেননি। দীর্ঘ এক বছর ধরে ভবনটি বন্ধ ও অযত্নে পড়ে ছিল। গেট ছিল তালাবদ্ধ, বাড়িটিকে দেখে মনে হতো জনশূন্য এক স্মৃতিচিহ্ন।
হঠাৎ করেই সম্প্রতি দেখা যায়, সেখানে নতুন করে জীবন ফিরে এসেছে বাড়িটিতে খুলেছে একটি স্কুল। পরে জানা যায়, নঈম আহমেদের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ জিল্লুর রহমানের উত্তরাধিকারীদের কাছ থেকে নিচতলা ভাড়া নিয়েছেন। তবে দোতলা এখনো ভাড়া দেওয়া হয়নি।
অধ্যক্ষ আবদুল বাসেত বলেন, “১৯৮৭ সালে আমি এই স্কুলটি প্রতিষ্ঠা করি। তখন তারা মিয়া আমার পার্টনার ছিলেন, এখন তার ছেলে নঈম আছেন। তিনি জিল্লুর রহমানের পরিবারের সঙ্গে কথা বলে বাসাটি ভাড়ার ব্যবস্থা করেন। বাড়িটিতে দুর্বৃত্তরা অনেক ক্ষতি করেছিল, আমি সংস্কার করেছি—সেই খরচ ভাড়া থেকে সমন্বয় করব।”
স্থানীয়রা বলছেন, এক সময়ের রাজনৈতিক ঐতিহ্যের প্রতীক ‘আইভি ভবন’ এখন শিশুদের হাসি-খুশির কেন্দ্র। যদিও জিল্লুর রহমানের পরিবারের কেউই এলাকায় নেই, তবু তাঁর স্মৃতিবাহী এই বাড়িটি এখন নতুন প্রজন্মের জ্ঞানের আলো ছড়াচ্ছে।

