আন্তর্জাতিক. দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে গাজায় শান্তির আলোর আভাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত শুক্রবার (১০ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি।
এর আওতায় রাফাহ সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক, আর শুরু হয়েছে বন্দী বিনিময় প্রক্রিয়া।মানবিক সহায়তার নতুন ধাপ
বিবিসির তথ্য অনুযায়ী, রবিবার সকাল থেকে মিশরের রাফাহ ক্রসিং দিয়ে খাদ্য, জ্বালানি ও ওষুধসহ শত শত ট্রাক গাজায় প্রবেশ করছে। জাতিসংঘের সংস্থাগুলো বলছে, প্রথম দিনেই প্রক্রিয়া মসৃণভাবে সম্পন্ন হয়েছে।
ইসরায়েলের আংশিক সেনা প্রত্যাহারের পর এই প্রবেশ সম্ভব হয়েছে। তবে ত্রাণকর্মীরা বলছেন, অবিস্ফোরিত গোলাবারুদের ঝুঁকি এখনো বিদ্যমান।

