Site icon Daily R News

সাদিক কায়েমের হুংকার: অপরাধীদের ছাড় নয়

আর নিউজ ডেস্ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে ভ্রাম্যমাণ দোকান বসানোর বিষয়কে কেন্দ্র করে ঢাকা কলেজ ও ঢাবি শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১২ অক্টোবর) রাত নড়বড়ে পরিস্থিতি শুরু হয় নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায়। রাত দেড়টার দিকে শুরু হওয়া ধাওয়া-পাল্টাধাওয়া প্রায় এক ঘণ্টা চলে। পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করা হয়। সংঘর্ষ চলাকালীন উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপে লিপ্ত হয়, যা পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত করে।

নিউমার্কেটের সংবাদ সংগ্রহের সময় দেখা যায়, এক পাশে ঢাবির শিক্ষার্থী অন্য পাশে ঢাকা কলেজের শিক্ষার্থী এবং মাঝখানে পুলিশ অবস্থান করছেন। ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, “জুলাই বিপ্লবের পর কোনো চাঁদাবাজি চলবে না। যারা চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হলের সামনে দোকান বসানোয় যারা যুক্ত, তাদেরও বিচার করা হবে।” ঢাবি শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সংঘর্ষের জন্য ঢাকা কলেজের শিক্ষার্থীরা দায়ী। একই সঙ্গে পুলিশের আচরণ নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

এ সময় নীলক্ষেত ও নিউমার্কেটে বড় পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের শুরু হয়েছিল শাহনেওয়াজ হলের সামনে ভ্রাম্যমাণ দোকান বসানোর চেষ্টাকে কেন্দ্র করে।

Exit mobile version