Site icon Daily R News

ইসলামপন্থি নেতা-কর্মীরাই বেশি নির্যাতনের শিকার হয়েছেন মামুনুল হক

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফতে মজলিশের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। শনিবার সন্ধ্যায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের শাপলা চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এই কথা বলেন।

তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে ইসলামপন্থি নেতা-কর্মীরাই সবচেয়ে বেশি জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। তবে সেই অন্যায়-অবিচারের বিরুদ্ধে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ও গণবিপ্লবে ইসলামি সংগঠনগুলোর ভূমিকা ছিল সবচেয়ে বেশি তারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন,আর সেই ত্যাগের ফলেই বিপ্লব সফল হয়েছে বলেও মন্তব্য করেন মামুনুল হক।

তিনি আরও বলেন,যদি কেউ আবার ’৭২-এর ধারায় দেশকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে,তাহলে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে।নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান করে বলেন,প্রতিটি পাড়া, প্রতিটি মহল্লায় ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে হবে।

পথসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম।

সঞ্চালনায় ছিলেন আল আমীন বিন আমজাদ। অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা এস এম নাজিব, মুফতি নুরুল্লাহ,এবং মুফতি আবরারুল হক আল মাদানীসহ স্থানীয় নেতাকর্মীরা।

পথসভা শেষে মামুনুল হক বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আরেকটি সমাবেশেও অংশ নেন।

Exit mobile version