Site icon Daily R News

১৪ অক্টোবর শুরু ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত বাছাই

অনলাইন ডেস্ক: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শিশু-কিশোর অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’র ৮টি বিভাগের বিভাগীয় পর্যায়ের অডিশন শেষে শুরু হচ্ছে চূড়ান্ত পর্যায়ের বাছাই। আগামী ১৪ অক্টোবর থেকে চূড়ান্ত বাছাই পর্ব শুরু হয়ে চলবে ২১ অক্টোবর পর্যন্ত।

অডিশনের ভেন্যু নির্ধারিত হয়েছে বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র, রামপুরা, ঢাকা।

বিভাগীয় বাছাইয়ে প্রতি শাখায় প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন করে প্রতিযোগী এ পর্বে অংশগ্রহণ করবে।

তবে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন প্রতিযোগীর মধ্যে একাধিক প্রতিযোগীর প্রাপ্ত নম্বর সমান হলে তারা প্রত্যেকেই চূড়ান্ত বাছাইপর্বে অংশগ্রহণ করবে। বিভাগীয় পর্যায়ের ফলাফল বিটিভির ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে অডিশনের তারিখ জানিয়ে দেওয়া হবে। অডিশনের জন্য ইয়েস কার্ড সঙ্গে আনতে হবে।

এ ছাড়া এসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত স্ক্রল থেকে জানা যাবে। চূড়ান্ত বাছাইপর্বের বিজয়ীরা পরবর্তী সময়ে পর্যায়ক্রমে সেরা দশ, গ্রুমিং ও ফাইনাল পর্বে অংশগ্রহণ করবে।

Exit mobile version