Site icon Daily R News

জয়ের মিশনে দুই পরিবর্তনসহ মাঠে বাংলাদেশ

ক্রীয়া প্রতিবেদক: টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ধবলধোলাই করলেও ওয়ানডে সিরিজের শুরুটা হারে হয়েছে বাংলাদেশের। প্রথমটায় হেরে যাওয়ায় আজ তিন ম্যাচের সিরিজ বাঁচাতে হলে জিততেই হবে।

অন্যথা এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেবে আফগানরা। সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ আবুধাবিতে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আফগানিস্তানের অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি জানিয়েছেন, উইকেট আগে ব্যাটিং করার জন্য ভালো মনে হচ্ছে।

টস জিতলে বাংলাদেশও ব্যাটিং করত বলে জানিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের বদলে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশের একাদশ. তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

আফগানিস্তানের একাদশ. রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নানগেওয়ালিয়া খারোতে, এএম গাজানফার ও বশির আহমেদ।

Exit mobile version