Site icon Daily R News

অনলাইন জুয়ার আসক্ত ছেলের হাতে মা-বাবা খুন

ময়মনসিংহ প্রতিনিধি. অনলাইন জুয়ায় আসক্ত হয়ে নিজ মা-বাবাকে হত্যা করে লাশ খাটের নিচে পুঁতে রাখার ভয়াবহ ঘটনা ঘটেছে ময়মনসিংহের ত্রিশালে। বুধবার (৮ অক্টোবর) রাতে উপজেলার বৈলর ইউনিয়নের বাঁশকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন,মোহাম্মদ আলী (৬৫) ও তার স্ত্রী বানুয়ারা বেগম (৫৫)। পুলিশ জানিয়েছে, তাদের একমাত্র ছেলে রিয়াদ হোসেন রাজু (৩০) অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। বুধবার সকালে সে প্রথমে মাকে শ্বাসরোধে হত্যা করে ঘরের ভেতর পুঁতে রাখে। রাতে ফের বাবা মোহাম্মদ আলীকেও হত্যা করে একইভাবে লাশ মাটিচাপা দেয়।

ঘটনার বিষয়ে নিহতদের মেয়ে জরিনা খাতুন জানান, বাবার ফোন বন্ধ পেয়ে তিনি ছোট ভাই রাজুর সঙ্গে যোগাযোগ করেন। রাজু জানায়, মা-বাবা বাড়িতেই আছেন, কিন্তু কথা বলতে দিতে অস্বীকার করে। এতে সন্দেহ হলে তিনি বাড়িতে এসে দেখেন ঘর এলোমেলো। বিছানা ভেজা দেখে কারণ জানতে চাইলে রাজু বলে,পানি পড়েছে। কিন্তু পরে খাটের নিচে রক্ত ও বালুমাখা অংশ দেখতে পান। বালু সরাতেই দেখা যায় মানুষের হাত।

জরিনার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাজুকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ জানান, অভিযুক্ত রাজু হোসেনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি অনলাইন জুয়ায় অর্থ হারিয়ে মানসিক চাপে ছিলেন। ঘটনার তদন্ত চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত দম্পতির মরদেহ উদ্ধারের কাজ চলছিল।

Exit mobile version