Site icon Daily R News

দুই ভাইদের দ্বন্দ্বে থেমে গেল মায়ের জানাজা

নোয়াখালী প্রতিনিধি. নোয়াখালীর কোম্পানীগঞ্জে সম্পত্তি নিয়ে দুই ছেলের বিরোধের জেরে মায়ের লাশ দাফন ঘিরে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামে প্রায় ২০ ঘণ্টা ধরে দাফন বন্ধ রাখার পর অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে লাশ দাফন সম্পন্ন হয়।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে। স্থানীয় সূত্র জানায়, শাহজাদপুর এলাকার মৃত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী আমেনা বেগম (৬৫) বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জে মেয়ের বাড়িতে মারা যান। পরে তাঁর লাশ স্বামীর কবরের পাশে দাফনের জন্য নিজ বাড়িতে আনা হলে দুই ছেলে নজিব উল্ল্যাহ ও সাইফুল্লার মধ্যে সম্পত্তি ভাগ নিয়ে তীব্র বিরোধ দেখা দেয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং মায়ের লাশ দাফনে বাধা দেয়।

গ্রামবাসীর বহু অনুরোধেও পরিস্থিতি স্বাভাবিক না হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। তিনি উভয় পক্ষকে নিয়ে আলোচনা করে সমঝোতায় আনেন। পরবর্তীতে বেলা ২টার দিকে আমেনা বেগমের দাফন সম্পন্ন হয়।

স্থানীয় মাওলানা বিল্লাহ জানান, দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। সমাজে একাধিকবার সালিশ বসলেও সমাধান হয়নি। শেষ পর্যন্ত সেই বিরোধই মায়ের লাশ দাফনেও বাধা হয়ে দাঁড়ায়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে বুঝিয়ে সমঝোতায় আনি। এরপর লাশ দাফনের ব্যবস্থা করা হয়।”

Exit mobile version