Site icon Daily R News

দশ বছর পর পুনর্মিলন বাপ্পি-মাহির

চিত্রনায়ক কাজী মারুফের বাসায় তার বিবাহবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ বছর পর মুখোমুখি হন বাপ্পি ও মাহি।

বিনোদন ডেক্স. বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহি, ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি, যাদের যাত্রা শুরু হয় ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে। এরপর তারা একসঙ্গে ‘অন্যরকম ভালোবাসা’, ‘তবু ভালোবাসি’, ‘কি দারুণ দেখতে’, ‘অনেক সাধের ময়না’সহ বেশ কিছু হিট সিনেমায় কাজ করেছেন।

কিন্তু অজানা কারণে এক সময় তাদের কাজের সম্পর্ক থেমে যায়, এমনকি দেখা-সাক্ষাৎও বন্ধ হয়ে যায়। শেষবার তারা একসঙ্গে দেখা গেছে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমায়।

সম্প্রতি, যুক্তরাষ্ট্রে কাজী মারুফের বিবাহবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১০ বছর পর মুখোমুখি হন বাপ্পি ও মাহি। দীর্ঘদিন পর দেখা পেয়ে দুজনেই আবেগাপ্লুত হন, স্মৃতিচারণ করেন এবং আড্ডায় মেতে ওঠেন।

ফেসবুক লাইভে বাপ্পি বলেন, “আমরা একসঙ্গে সিনেমায় অভিষেক করেছি, ও আমার খুব ভালো বন্ধু। ওকে দেখে অনেক ইমোশনাল হয়ে গিয়েছি।” মাহি জানান, “এত বছর পর বাপ্পিকে দেখে আগের শুটিংয়ের মজা মনে পড়ে গেল। আমি ওকে দেখে আবেগাপ্লুত হয়েছিলাম।”

ভবিষ্যতে একসঙ্গে কাজের সম্ভাবনা প্রসঙ্গে বাপ্পি বলেন, “সুযোগ হলে অবশ্যই আবার একসঙ্গে কাজ করব।” লাইভের শেষ দিকে তারা ‘ভালোবাসার চেয়ে একটু বেশি’ গানটিও একসঙ্গে গেয়ে মুহূর্তটা আরও স্মরণীয় করে তোলেন।

Exit mobile version