আন্তর্জাতিক ডেক্স.গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েল ও হামাস সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৮ অক্টোবর) নিজের সামাজিকমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে তিনি এ তথ্য জানান। বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ট্রাম্প লেখেন, “এই শান্তি চুক্তির অর্থ হলো—খুব শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। এটি স্থায়ী ও টেকসই শান্তির পথে প্রথম পদক্ষেপ।”
তিনি আরও জানান, সমঝোতা চূড়ান্ত হলে সপ্তাহান্তে মিসর সফরে যাবেন তিনি। শনিবারের মধ্যেই মিসরের উদ্দেশ্যে রওনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। এ সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সেখানে এসে ট্রাম্পের হাতে একটি চিরকুট তুলে দেন। সেটি পড়েই ট্রাম্প জানান, “আমরা মধ্যপ্রাচ্যে একটি চুক্তির একেবারে কাছাকাছি পৌঁছে গেছি। আমাকে খুব শিগগিরই সেখানে যেতে হতে পারে, কিছু বড় সমস্যা সমাধানের চেষ্টা করতে।”
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, শুক্রবার সকালে ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষায় অংশ নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর পর তিনি মিসরের উদ্দেশ্যে রওনা হতে পারেন।

