Site icon Daily R News

বেসরকারি টিভি চ্যানেলগুলোকে নিজস্ব আচরণবিধি প্রণয়ন ও প্রকাশের আহ্বান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক. বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর জন্য নিজস্ব আচরণবিধি তৈরি করে তা জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “চ্যানেলগুলো নিজেদের আচরণবিধি প্রকাশ করলে সাধারণ মানুষ জানতে পারবেন তারা সেই নীতিমালা মেনে চলছে কি না। এতে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ও চ্যানেলগুলোর দায়বদ্ধতা আরও বাড়বে।”

সভায় উপদেষ্টা আরও জানান, কেবল টিভি ডিজিটালাইজেশনের লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে একাধিক মতবিনিময় সম্পন্ন হয়েছে। শিগগিরই তাদের মতামতের ভিত্তিতে একটি নীতিমালা প্রণয়ন করা হবে।

এ ছাড়া টেলিভিশনের রেটিং ব্যবস্থা (টিআরপি) নিয়েও ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। অ্যাটকোর প্রতিনিধিরা সভায় কেবল টিভি ডিজিটালাইজেশন প্রক্রিয়াকে এগিয়ে নিতে গুরুত্ব আরোপ করেন।

মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অ্যাটকোর কোষাধ্যক্ষ জহির উদ্দীন মাহমুদ মামুন এবং পরিচালক মোস্তফা কামাল, আব্দুস সালাম, নাভিদুল হক ও টিপু আলম মিলন উপস্থিত ছিলেন।

Exit mobile version