নিজস্ব প্রতিবেদক. তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, নতুন গণমাধ্যমের অনুমতি দেওয়া হবে। বুধবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের নীতি হলো কোনো গণমাধ্যম বন্ধ করা হবে না।
যেহেতু কোনও গণমাধ্যম বন্ধ হচ্ছে না, তাই নতুন গণমাধ্যমও অনুমোদন পাবেন। তবে অনুমোদনের প্রক্রিয়া আগের নিয়ম অনুযায়ী চলবে।
মাহফুজ আলম আরও বলেন, “নতুন আইনে অনুমতি দেওয়ার সুযোগ থাকলে সেটি আরও ভালো হতো। কিন্তু নতুন আইন প্রণয়ন করতে হলে তা এই সরকারের মেয়াদের মধ্যে সম্ভব নয়, তাই নতুন গণমাধ্যমের অনুমোদন আগের নিয়মেই হবে।”

