নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম জানিয়েছেন, তারা শুধুমাত্র উচ্চকক্ষে প্রমাণিত জনপ্রতিনিধিত্ব (পি আর) প্রণালী চাইছেন, নিম্নকক্ষে নয়। তিনি বলেন, “উচ্চকক্ষে এটি প্রয়োগ করা সম্ভব হলে এবং দেশের জন্য তা কার্যকর প্রমাণিত হয়, তাহলে ভবিষ্যতে নিম্নকক্ষে পি আর পদ্ধতি প্রয়োগের কথাও ভাবা যেতে পারে।”
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জে জেলা সমন্বয় সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তরুণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, “বর্তমান সময় কোনো দলের কাছে ২৫ শতাংশ স্থির ভোট নেই। প্রায় ৪৮ থেকে ৬৫ শতাংশ মানুষ এখনও সিদ্ধান্তহীন। ১৮ থেকে ৪০ বছর বয়সী অনেক ভোটার পূর্বে স্বাধীনভাবে ভোট দিতে পারেননি। এই ভোটাররা আসলে পরিবর্তনের চাবিকাঠি।”
তিনি আরও বলেন, যারা অহংকারে বিশ্বাস করে যে তাদের ভোট নিশ্চিত, তাদের সচেতন করার প্রয়োজন রয়েছে। মানুষদের পাশে দাঁড়ান, জনগণের জন্য কাজ করুন। মানুষের বিপরীতে যা করছেন, তার ফল প্রতিদিনই প্রকাশ পাচ্ছে। সারজিস আলম আশাবাদ প্রকাশ করেন, আগামী নির্বাচনে এই বাস্তবতা স্পষ্টভাবে চোখে পড়বে।

