Site icon Daily R News

নারায়ণগঞ্জে পলিথিনের কোনো প্রমাণ মেলেনি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধে নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার খন্দকার শমিত রাজা এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোবারক হোসেন এবং জেলা পুলিশের সদস্যরা।

অভিযানকালে ফতুল্লার জালকুড়ি বাজার এলাকার কয়েকটি দোকান তল্লাশি করা হয়। তবে কোথাও নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ পাওয়া যায়নি। দোকানীরা পলিথিনের ব্যবহার অনেকটা কমিয়ে এনেছেন বলে প্রতীয়মান হয়। পলিথিন না পাওয়ায় কোনো জরিমানা আদায় করা হয়নি।

অভিযান চলাকালে দোকানীসহ উপস্থিত সবাইকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ব্যবহার, বিক্রয় ও প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ. এইচ. এম. রাসেদ বলেন,“নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, মজুদ ও ব্যবহার রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।”

Exit mobile version