বিনোদন ডেক্স:ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি আবারও আলোচনায়। কারণ, তিনি যাই করেন না কেন, তা নিয়েই শুরু হয় বিতর্ক ও সমালোচনা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরই খবরে থাকেন তিনি। তবে এসব সমালোচনা গায়ে না মেখে বরং খোলামেলা ভাবেই নিজের মত প্রকাশ করেন এই নায়িকা।
সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হয়ে হাজির হন পরীমনি। সেখানে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন, প্রেম ও বিয়ে নিয়ে সোজাসাপ্টা জবাব দেন তিনি।
অনুষ্ঠানে এক প্রশ্নে তাকে জিজ্ঞেস করা হয়—“তুমি কতবার বিয়ে করতে চাও?” উত্তরে পরীমনি হাসতে হাসতে বলেন, “আমার না আসলে ১২টা বিয়ে করার ইচ্ছা আছে। ছোটবেলা থেকেই মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। আসলে রিউমারটা এভাবে স্টাবলিশ হবে—সেটা আমি বুঝিনি।”
অভিনয়জীবন শুরু করার আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরীমনি—এমন গুঞ্জন গত বছর আবারও আলোচনায় আসে, যখন এক সড়ক দুর্ঘটনায় ইসমাইল মারা যান। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে পরীমনি অকপটে বলেন, “হ্যাঁ, ইসমাইল আমার সৎস্বামী ছিল।”
সম্প্রতি গায়ক শেখ সাদীর সঙ্গেও পরীমনির নাম জড়িয়ে নানা গসিপ ছড়িয়েছে। তবে এ বিষয়ে পরীমনির স্পষ্ট বক্তব্য, “না, ও আমার ছোট ভাই। ভাইয়ের মতোই সাদী আমার খুব কাছের।”
এক দশকের ক্যারিয়ারে পরীমনিকে ঘিরে যত গুঞ্জনই থাকুক না কেন, তার বক্তব্য একটাই—“আমি আমার মতো করে বাঁচতে ভালোবাসি, কে কী বলল তাতে কিছু যায় আসে না।”

