নিজস্ব প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তিনি আশ্বস্ত করে বলেন, “বিএনপির আমলে যেমন কোনো সাংবাদিক গুম বা নির্যাতনের শিকার হননি, তেমনি ভবিষ্যতেও এমনটি হবে না, ইনশাআল্লাহ।”
বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংবাদপত্র খুলে দেখুন। তখন বিএনপি সরকারের বিরুদ্ধে বহু সংবাদ প্রকাশিত হয়েছে—অনেকগুলোর সত্যতা পর্যন্ত ছিল না, অপপ্রচার ছিল। কিন্তু সরকার কখনও সে কারণে সাংবাদিকদের ভয়ভীতি বা নিপীড়নের মুখে ফেলেনি।”
তিনি আরও বলেন, “আমরা প্রমাণ দিতে পারব যে, বিএনপি আমলে কোনো সাংবাদিককে দেশ ছাড়তে বাধ্য করা হয়নি। অথচ স্বৈরাচার আমল ও পরবর্তী সরকারগুলোতে বহু সাংবাদিক ভয়ভীতি, হয়রানি ও গুমের শিকার হয়েছেন। অনেকেই আজও প্রবাসজীবন কাটাচ্ছেন সেই ভয়ে।”
তারেক রহমানের দাবি, “যদি বিএনপি সরকারের সময় সংবাদপত্রের স্বাধীনতা না থাকত, তাহলে সরকারের সমালোচনামূলক সেই সব সংবাদ প্রকাশই সম্ভব হতো না। কিন্তু আমরা সেটা হতে দিয়েছি—এটাই প্রমাণ করে আমাদের সময়ে গণমাধ্যম স্বাধীন ছিল।”
সাক্ষাৎকারে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, “আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি—বিএনপির অতীতে যেমন সাংবাদিকদের গুম, নির্যাতন বা নির্বাসন ঘটেনি, ভবিষ্যতেও তা হবে না।”

