Site icon Daily R News

অস্ট্রেলিয়ান ব্যাটারের অবিশ্বাস্য ৩১৪ রান

ক্রীড়া ডেস্ক .ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ব্যাটার হারজাস সিং শনিবার অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ইতিহাস গড়েছেন। ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে ১৪১ বলে ৩১৪ রান করেছেন, যা তার ক্যারিয়ারের প্রথম ত্রিশতক। তিনি রেকর্ড ৩৫টি ছক্কা ও ১২টি চারে এই রান করেন।

এই ইনিংসের মাধ্যমে তিনি নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ফার্স্ট-গ্রেড ক্রিকেটের তিন ব্যাটারের তালিকায় স্থান পেয়েছেন, যারা ত্রিশতক করেছেন। হারজাস, যিনি সিডনিতে জন্মগ্রহণ করেছিলেন, ২০০০ সালে তার পরিবার ভারতে থেকে অস্ট্রেলিয়ায় আসেন।

ওয়েস্টার্ন সাবার্বসের শুরুতে ওপেনাররা ৭০ রান করেন এবং এরপর হারজাস প্রথম ৫ বলে রান পাননি। কিন্তু পরে তার ব্যাটিংয়ে উজ্জ্বলতা দেখা যায়। তিনি মোট ৩১৪ রান করেছেন, যার মধ্যে ২৫২ রান এসেছে বাউন্ডারি থেকে।

Exit mobile version