Site icon Daily R News

সাশ্রয়ী হবে দেশের চিকিৎসা ব্যবস্থা, কমতে পারে ঔষধের দাম

বাংলাদেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা তৈরির কাজ প্রায় শেষ করেছে

ইউসুফ আলী প্রধান: বাংলাদেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা তৈরির কাজ প্রায় শেষ করেছে। তারা বর্তমানে লাখো চিকিৎসকের কাছে ক্ষুদেবার্তা দিয়ে মতামত সংগ্রহ করছে এবং দুই সপ্তাহের মধ্যে তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। আনুমানিক ২৬০ থেকে ২৮০টি ওষুধ এই তালিকায় থাকবে।

এ ওষুধের তালিকা তৈরি করে দাম নির্ধারণ করা হলে রোগীরা সহজে ওষুধ কিনে সুচিকিৎসা পাবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় একটি ১৮ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে, যার মধ্যে চিকিৎসা, ফার্মেসি ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা রয়েছেন। টাস্কফোর্সটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে কার্যকারিতা, নিরাপত্তা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে তালিকা তৈরি করেছে।

আলোচনায় অধ্যাপক সায়েদুর রহমান বলেছেন, বর্তমানে ৮৫% রোগীর চিকিৎসার সুযোগ এই তালিকার মাধ্যমে পাওয়া যাবে। তালিকা প্রণয়নের ফলে রোগীর সংখ্যা কমে আসবে এবং অপ্রয়োজনীয় ওষুধের ব্যবহার কমবে। তবে, চিকিৎসক, রোগী ও উৎপাদকদের মধ্যে আলোচনা প্রয়োজন বলে কিছু কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছেন।

শেষে তিনি জানান, সরকার নিজে সব ওষুধ উৎপাদন করবে না, বরং বিভিন্ন কোম্পানি থেকে কিনবে।

Exit mobile version