Site icon Daily R News

বিতর্কের মাঝে খুশি পাকিস্তানি অভিনেত্রী

আর নিউজ বিনোদন: পাকিস্তানি অভিনেত্রী ও টিভি উপস্থাপক আয়েশা ওমরের রিয়্যালিটি শো ‘লাজাওয়াল ইশক’-এর প্রথম পর্ব প্রকাশের পর এটি নিয়ে বড় ধরনের আলোচনা সৃষ্টি হয়েছে।

কিছু ব্যবহারকারী শোটি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। আয়েশা জানান, তার মায়ের মতামত তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তার মা প্রথম পর্বটি ‘খুবই আকর্ষণীয়’ মনে করেছেন। তিনি ভক্তদের প্রথম পর্বটি ইউটিউবে দেখার এবং মন্তব্য করার জন্য অনুরোধ করেন।

শোটি সম্প্রচারের আগে সমালোচনার সম্মুখীন হয়েছে এবং টিজার প্রকাশের সময় অনেকে এটি বয়কট করার ডাক দেন। পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (PEMRA) জানায়, শোটি ডিজিটাল প্ল্যাটফর্মে থাকায় এটি তাদের নিয়ন্ত্রণে নয় এবং পাকিস্তানে এটি বন্ধ করার প্রয়োজন নেই।

Exit mobile version