Site icon Daily R News

বিসিবিতে পাঠানো চিঠিতে কি লিখেছেন? বাদল

আর নিউজ:আমি লুৎফর রহমান বাদল, লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান। আসন্ন বিসিবি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। এখানে কারও দিকে আঙুল তুলছি না। তবে অদূর ভবিষ্যতে পরিস্থিতি কখনো অনুকূলে থাকলে সবাইকে জানাব— কেন এবং কি কারণে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।

তিনি আরও বলেন, কাঁদা ছোঁড়ার দিকে আমি যেতে চাই না। যারা এই নির্বাচনে জয়ী হয়ে পরিচালক হচ্ছেন তাদের প্রতি শুভকামনা। তবে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই একাধিক প্যানেলে নির্বাচনটা হলে সেটি মাইলফলক হয়ে থাকত। যারা পুরো সময় আমার পাশে ছিলেন তাদের ধন্যবাদ।

রাজশাহী বিভাগের পরিচালক প্রার্থী হাসিবুল আলমও বিসিবি নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে আজ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

Exit mobile version