Site icon Daily R News

নাট্যমঞ্চে এবার ‘জালাল উদ্দিন রুমী’

আর নিউজ: সুফি কবি জালাল উদ্দিন রুমীর জন্ম ১২০৭ সালের ৩০ সেপ্টেম্বর। তাঁর জীবনের শেষ ৫০ বছর কাটে তৎকালীন কোনিয়ায়।

রুমীর স্মরণে নতুন নাটক ‘জালাল উদ্দিন রুমী’ বাংলাদেশের জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটারে ৩০ সেপ্টেম্বর মঞ্চস্থ হবে। নাটকটি লিখেছেন অপূর্ব কুমার কুন্ডু, নির্দেশনা দিয়েছেন সুজন মাহাবুব, যিনি একক চরিত্রে অভিনয় করবেন।

নাটকটি রুমীর জীবনের শেষ এক ঘণ্টাকে ঘিরে, যার মধ্যে জীবনের স্মৃতি, আধ্যাত্মিক গুরু শামস তাবরিজের প্রভাব ও রাজনৈতিক অস্থিরতার বিষয়গুলি উঠে এসেছে। প্রদর্শনীর পর আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর।

Exit mobile version