Site icon Daily R News

ট্রাম্প মামলার নিষ্পত্তি: ইউটিউব দিচ্ছে আড়াই কোটি ডলার

আর নিউজ: ইউটিউব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটল হামলার পর অ্যাকাউন্ট স্থগিতের ঘটনায় দায়ের করা মামলায় ২৪.৫ মিলিয়ন ডলার পরিশোধে রাজি হয়েছে।

এর মাধ্যমে ২০২১ সালের হামলার পর অ্যাকাউন্ট নিষেধাজ্ঞা নিয়ে মামলার নিষ্পত্তি হলো। ট্রাম্প ইউটিউব, এক্স এবং মেটার বিরুদ্ধে মামলা করেছিলেন, অভিযোগ ছিল তারা রক্ষণশীল মতামতকে স্তব্ধ করার চেষ্টা করেছে।

মেটা ও এক্স তাদের মামলা মীমাংসা করেছে এবং ইউটিউবের ২২ মিলিয়ন ডলার ট্রাস্ট ফর দ্য ন্যাশনাল মলে যাবে। অবশিষ্ট অর্থ অন্যান্য বাদীদের মধ্যে বিতরণ হবে।

ইউটিউব অভিযোগ অস্বীকার করেছে এবং তাদের নীতিতে পরিবর্তন নাও আনার কথা বলেছে। ২০২৩ সালে ট্রাম্পের অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়, যদিও তাকে ভিডিও আপলোড করতে নিষেধ করা হয়েছিল।

Exit mobile version