Site icon Daily R News

খাগড়াছ‌ড়িতে বিশৃঙ্খলা সৃ‌ষ্টি করা হ‌চ্ছে : স্বরাষ্ট্র উপ‌দেষ্টা

নিজস্ব প্রতি‌বেদক: ভারত ও ফ্যাসিস্ট‌দের ইন্ধ‌নে খাগড়াছ‌ড়িসহ পাহা‌ড়ি এলাকায় বিশৃঙ্খলা সৃ‌ষ্টি করা হ‌চ্ছে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন স্বরাষ্ট্র উপ‌দেষ্টা জাহাঙ্গীর আলম।

তি‌নি বলেন, পাহা‌ড়ে বিশৃঙ্খলা ঠেকা‌তে সর্বাত্মক ব্যবস্থা নি‌চ্ছে সরকার। এক্ষে‌ত্রে সবার সহ‌যো‌গিতা লাগ‌বে ব‌লেও জানান স্বরাষ্ট্র উপ‌দেষ্টা। আজ সোমবার (২৯ সে‌প্টেম্বর ২০২৫ইং) সকা‌লে রাজধানীর রমনায় ৫‌টি থানার ফলক উন্মোচন শে‌ষে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে তিনি এসব কথা ব‌লেন।

স্বরাষ্ট্র উপ‌দেষ্টা ব‌লেন, সনাতনী সম্প্রদা‌য়ের স‌ব‌চে‌য়ে বড় ধর্মীয় উৎসব শুরু হ‌য়ে‌ছে। পুজা এক‌টি মহল বিশৃঙ্খলা সৃ‌ষ্টি কর‌তে চা‌য়। নি‌র্বিঘ্নে পূজা উদযাপ‌নে কেউ যা‌তে বিশৃঙ্খলা সৃ‌ষ্টি কর‌তে না পা‌রে আইনশৃঙ্খলাবা‌হিনীসহ সবাইকে সতর্ক থাকার নি‌র্দেশ দেন।

এর আগে, ৫‌টি থানার ফলক উন্মোচন ক‌রে স্বরাষ্ট উপ‌দেষ্টা ব‌লেন, ‌‌ডিএম‌পির অ‌র্ধেকের বে‌শি থানা ভাড়া বাসায় থাকায় পু‌লি‌শের ব্যারে‌কে থাকা ও নি‌য়মিত কার্যক্রম প‌রিচালনায় বেগ পে‌তে হয়। সরকা‌র দ্রুত সম‌য়ের ম‌ধ্যে সবগু‌লো থানা নি‌জস্ব ভব‌নে স্থানান্ত‌রের চেষ্টা কর‌ছে।

Exit mobile version