Site icon Daily R News

লোগো পরিবর্তনে সমালোচনার মুখে জামায়াত

আর নিউজ: বাংলাদেশ জামায়াতে ইসলামী দল নতুন লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে, যার বিশদ বিবরণ একটি বৈঠকে প্রকাশিত হয়েছে। নতুন লোগোটি সবুজ পতাকায় কিতাবের ওপর উদীয়মান সূর্য এবং কলম দিয়ে তৈরি, যা দলের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।

এই পরিবর্তনের পর সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে, যেখানে কিছু ব্যক্তি দাবি করেছেন জামায়াত সেক্যুলার হওয়ার চেষ্টা করছে।

একজন জামায়াত কর্মী ও সাবেক শিক্ষার্থী দাবি করেছেন যে নতুন লোগোতে ধর্মীয় শব্দগুলো না রাখা স্থানীয় সমর্থকদের বিভ্রান্ত করবে। তারা আগের লোগোকে ঐতিহ্য ও আদর্শের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া জামায়াতের কেন্দ্রীয় সদস্য জানিয়েছেন যে, লোগো পরিবর্তনের বিষয়টি আলোচনা চলছে এবং চূড়ান্ত লোগো শিগগিরই প্রকাশ করা হবে।

Exit mobile version