Site icon Daily R News

বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

আর নিউজ:মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর সদরের বকুলতলায় ভাঙ্গুড়া শিল্প ও বণিক সমিতির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। পরে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও সংবাদ সম্মেলন। বিএনপির একটি অংশও এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী এ কে এম হানিফ বাবলু অভিযোগ করে জানান, গত ৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ভাঙ্গুড়া বাজারের বকুলতলা মোড়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পাবনা মোটরশ্রমিক ইউনিয়নের ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মোতালেব হোসেন এবং তার সহযোগী শাহ শিকদার ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

তিনি আরও জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে গালিগালাজ করেন এবং তার মালিকানাধীন দুটি হাইএস মাইক্রোবাস ভাঙচুরের হুমকি দেন। এমনকি তাকে প্রাণনাশের ভয়ও দেখানো হয়। এ ঘটনায় তিনি ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

Exit mobile version