স্টাফ রিপোর্টার:জয়পুরহাটে গোয়ালঘর থেকে বস্তাবন্দি এক শিশুর মরাদেহ উদ্ধার করেছে সেনাবাহিনী।
স্থানীয়রা জানান, ক্ষেতলাল উপজেলায় তাসনিয়া ( ১০) নামে এক শিশুকে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার(১৯) সেপ্টেম্বর সন্ধ্যার সময় এই ঘটনা ঘটে ।
তাসনিয়া শালবন গ্রামের এরশাদের মেয়ে। নিখোঁজ হওয়ার তিনদিন পর শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশি একরামুলের বাড়ির গোয়ালঘর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। বুধবার সন্ধ্যায় প্রতিবেশি আব্দুর রাজ্জাকের আঙ্গিনায় খেলার সময় প্রতিবেশি একরামুলের স্ত্রী কুমকুম (৩০) তাসনিয়াকে ডেকে বাড়িতে নিয়ে যায়।
ওই রাতে একরামুল ও তার স্ত্রী কুমকুম এবং সহযোগী সোটাহার গ্রামের খোকন মিলে শিশুটিকে গলাকেটে হত্যা করে বস্তায় ভরে গোয়ালঘরে ফেলে রাখে।
তিনদিন পর দুর্গন্ধ বের হলে গ্রামবাসীরা ঘর তল্লাশি করে লাশ উদ্ধার করে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে রাত ৯টার দিকে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই বাড়িতে অবরুদ্ধ থাকা দুই নারীকে আটক ও শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রতিবেশীরা জানান, শিশুটির শরীরে প্রায় ৩০-৩৫ হাজার টাকার স্বর্ণালংকার ছিল। সেই অলংকার নেওয়ার জন্যই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
ক্ষেতলাল থানার ওসি রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে সার্কেলসহ পুলিশের টিম কাজ করছে।
মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

