অনলাইন ডেস্ক: দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে, যা মূল্যবান এই ধাতুকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম তিন হাজার ৬৭৫ টাকা বাড়িয়ে এক লাখ ৮৯ হাজার ৬২২ টাকা নির্ধারণ করেছে। নতুন এই দর আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত হয়।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা তিন হাজার ৪৯৯ টাকা বেড়ে এক লাখ ৮২ হাজার ২ টাকায় বিক্রি হবে। এ ছাড়া ১৮ ক্যারেটের সোনার দাম দুই হাজার ৯৯৮ টাকা বেড়ে এক লাখ ৫৫ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম দুই হাজার ৫৫৫ টাকা বেড়ে এক লাখ ২৮ হাজার ৭০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর সোনার দাম বাড়ানো হয়েছিল। আগস্টের শেষ সপ্তাহ থেকে শুরু করে এ পর্যন্ত অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকবার দাম বাড়ানো হলো। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬৬৫ টাকা বাড়িয়ে নতুন দাম তিন হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের রুপার দাম তিন হাজার ৩১৩ টাকা, ১৮ ক্যারেটের দাম দুই হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম দুই হাজার ১৩৫ টাকা করা হয়েছে।

