দৈনিক আর নিউজ : জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন ও নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে নামছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ইসলামী দলগুলো। এরই অংশ হিসেবে গতকাল রোববার কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। জামায়াতসহ অন্য সমমনা দলগুলো আজ সোমবার আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কর্মসূচি ঘোষণা করবে। তবে জামায়াতের সঙ্গে মাঠে নামার কথা থাকলেও তিনটি দল এ যুগপৎ আন্দোলনে যাচ্ছে না। দলগুলো হলো এনসিপি, এবি পার্টি ও গণঅধিকার পরিষদ। এনসিপি ও গণঅধিকার পরিষদ জানিয়েছে, যুগপৎ কর্মসূচির বিষয়ে আলোচনা হলেও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এবি পার্টি জানিয়েছে, এ বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।
পাঁচ দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের :জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল রবিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরে কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। যুগপৎ কর্মসূচি ঘোষণা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের তিন দিনের কর্মসূচির মধ্যে আছে ১৮ সেপ্টেম্বর বিকালে ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল।
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো দিকনির্দেশনা না থাকায় বাংলাদেশ খেলাফত মজলিস মাঠের কর্মসূচিতে যাচ্ছে বলে জানান দলটির আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো দিকনির্দেশনা নেই, আশাবাদও নেই। সরকার সহজেই বিষয়টি কার্যকর করবে বলে মনে হচ্ছে না। এজন্য আন্দোলনের বিকল্প নেই। জুলাই সনদের কার্যকর করার ওপর জুলাই বিপ্লবের অর্জন নির্ভর করছে। যুগপৎ কর্মসূচি আগামী নির্বাচনকে কেন্দ্র করে কি না, এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, এ মুহূর্তে ভোট বা নির্বাচনের রাজনীতিকে কেন্দ্র করে কোনো জোট প্রক্রিয়ায় যাওয়া হচ্ছে না। এখন জুলাই সনদ কার্যকর এবং উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন প্রয়োজন।

