Site icon Daily R News

ডাকসু: প্রথম সভায় ৫ সিনেট প্রতিনিধি নির্বাচিত

দৈনিক আর নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে প্রথম সভা শুরু হয়েছে। সভায় পাঁচজন সিনেট প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত সিনেট প্রতিনিধিরা হলেন সাদিক কায়েম, এসএম ফরহাদ, মহিউদ্দিন খান, সাবিকুন্নাহার তামান্না ও আসিফ আব্দুল্লাহ।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। ফলে ডাকসুর নতুন কমিটির কার্যক্রম শুরু হলো।

সভার সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। উপস্থিত ছিলেন সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খানসহ নির্বাচিত অন্যরা।

সভা শেষে এক সংবাদ সম্মেলনে সাদিক কায়েম বলেন, ‘আমরা নেতা না। আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি। আমরা যেসব কমিটমেন্ট দিয়েছি সেগুলো বাস্তবায়ন করব। শিক্ষার্থীদের সব সমস্যা সমাধানে আমরা পাশে থাকব।’

ডাকসুতে কেউ হারেনি উল্লেখ করে ডাকসু ভিপি বলেন, ‘ডাকসুতে কেউ হারেনি। সবাই জিতেছে। আমাদের যারা প্রতিপক্ষ ছিল তাদের আমরা উপদেষ্টা হিসেবে গ্রহণ করেছি। সবার ইশতেহারের আলোকে কাজ করছি।’

এসএম ফরহাদ বলেন, ‘আজকে ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সবাইকে ধারণ করে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বারো মাসের কর্মপরিকল্পনা করা হয়েছে। সিনেটে পাঁচজন প্রতিনিধি নির্বাচন করা হয়েছে।

Exit mobile version