Site icon Daily R News

হজযাত্রীদের জন্য মক্কায় বিশেষ সুবিধা

দৈনিক আর নিউজ: হজ ও ওমরাহ পালন করতে গিয়ে মক্কার মসজিদুল হারামে অসুস্থ, বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল মুসল্লিদের জন্য বিশেষ সেবা চালু রয়েছে। তাওয়াফ ও সাঈ সহজ করতে সেখানে ইলেকট্রিক কার ও হুইলচেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে।

ইলেকট্রিক কার ভাড়া নির্দিষ্ট সময় অনুযায়ী নির্ধারিত হয়। তাওয়াফের জন্য সাধারণত ৭০ থেকে ১৫০ সৌদি রিয়াল এবং সাঈয়ের জন্য ১০০ থেকে ২০০ সৌদি রিয়াল পর্যন্ত খরচ হতে পারে। এ ভাড়া সময়ভেদে পরিবর্তনশীল। মসজিদুল হারামের বিভিন্ন প্রবেশপথে ফাহাদ গেট, কিং আবদুল আজিজ গেটসহ নির্দিষ্ট স্থানে এই সেবা পাওয়া যায়। প্রয়োজনে হারামের কর্মচারীদের কাছ থেকেও সেবার তথ্য নেওয়া সম্ভব।

এছাড়া, হুইলচেয়ারের ব্যবস্থাও রাখা হয়েছে। হুইলচেয়ার ভাড়া সাধারণত ৫০ থেকে ১০০ সৌদি রিয়াল। মসজিদুল হারামের দুই তলা ও সাফা-মারওয়া পাহাড়ের প্রবেশপথে ভাড়া নেওয়ার স্টেশন রয়েছে। ভাড়া নিতে সরাসরি নির্ধারিত হুইলচেয়ার স্টেশনে যোগাযোগ করতে হয়।

Exit mobile version