Site icon Daily R News

এ বিজয় হিজাবির, এ বিজয় নন-হিজাবির : ফাতিমা জুমা

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ফাতিমা তাসনিম জুমা। শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে ১০ হাজার ৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৪৭০ ভোট।

ডাকসুতে এই জয়কে হিজাবি ও নন-হিজাবি উভয় পোশাক পরিধানকারীর বলে মন্তব্য করেছেন জুমা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ফলাফল পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিনেট ভবনের একটি ছবি শেয়ার করেন তিনি। সেখানে কয়েকজন হিজাব পরিহিত শিক্ষার্থীসহ সহপাঠীদের সঙ্গে তার জয়ের আনন্দ ভাগাভাগি করতে দেখা গেছে।

ছবির ক্যাপশনে ফাতিমা তাসনিম জুমা লেখেন, ‘এই বিজয় মুসলিমের, এই বিজয় অমুসলিমের। এই বিজয় হিজাবীর, এই বিজয় নন-হিজাবির। এই বিজয় নারীদের, এই বিজয় ঢাবির, এই বিজয় আমাদের সবার। যে পরীক্ষায় অবতীর্ণ করেছ তার যথাযোগ্য মান রাখার তৌফিক দিও খোদা আমাদের।’

এদিকে ছাত্রশিবিরের পক্ষে প্রার্থিতা ঘোষণার পর সাইবার বুলিংয়ের শিকার হন জুমা। তার ব্যক্তিগত কিছু নাচের ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও তিনি বিভিন্ন সাক্ষাৎকারে এসবের জবাব দিয়েছেন। সেসব ভিডিওর নিচে অবশ্য ইতিবাচক প্রতিক্রিয়াই বেশি দেখা যায়।

জুমা এ বিষয়ে গণমাধ্যমে বলেন, আমার কাছে ৬০০+ স্ক্রিনশট রয়েছে যেখানে আমাকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি আমাকে নিয়ে অশ্লীল ভিডিও বানানো হয়েছে। আজকে এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদ হওয়া জরুরি।

Exit mobile version